মধু আল-আমিন কে? তার সম্পর্কে বিস্তারিত জানুন

modhu al-amin, মধু আল-আমিন, খাঁটি মধু, আলামিন মধু

আল্লাহর রহমতে ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছাত্র ছিলাম। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ক্লাসের প্রথম সারির ছাত্র হিসেবেই গণ্য ছিলাম কিন্তু হাইস্কুলে উঠেই মনোযোগ একেবারেই হারিয়ে যায় এবং কোনরকম ৮ম শ্রেণী পাশ করি। তারপর লেখাপড়া বাদ। কিন্তু বাদ দিয়েও বাদ হয় না কারণ পরিবার প্রতিবেশীর চাপে আবারও ভর্তি হলাম ৯ম শ্রেণীতে। আবারও বাদ। আবারও ভর্তি হলাম। এভাবে ক্লাস নাইন এ মোট ৪ বার ভর্তি হয়েছিলাম কিন্তু SSC পরীক্ষা আর দেওয়া হয়নাই :D

পড়ালেখা না করলে কি হবে? সবসময়ই নিজেকে কোন না কোন কাজে বাস্ত রাখতাম। নিজের স্কিল ডেভেলপমেন্ট এ বেশ মনোযোগী ছিলাম এবং পাশাপাশি অনেক ছোট থেকেই বিভিন্ন খুদ্র খুদ্র ব্যাবসা শুরু করেছিলাম।

লেখাপড়া বাদ দিয়েই ২০১০ সালে হাতে পেয়ে যায় কম্পিউটার আর ইন্টারনেট। এবার আর ঠেকাই কে? মনে যা ইচ্ছেই তাই করতে শুরু করলাম। তখন থেকেই নেমে পড়লাম বিভিন্ন আউটসোর্সিং, ফ্রিলান্সিং আর নিজের ব্যাবসা দাড় করানোর জন্য।

এভাবেই অনেক সময় কেটে যায়। কখনো অনলাইনে কাজ করতাম আবার কখনো অনলাইন বাদ দিয়ে অন্যের দোকানে কাজ করতাম (যেমনঃ ফটোকপি মেশিন চালানো, ইলেকট্রনিক্স এর দোকানে, গার্মেন্টস এর দোকানে ইত্যাদি)। কিন্তু কোনকিছুতেই ঠিকঠাক মতো সফলতা পাচ্ছিলাম না। তাছাড়া গ্রাম গঞ্জের মানুষ। হাত-পা গুটিয়ে তো বসে থাকা যায় না। কিছু তো একটা করতেই হই।

শেষমেশ আবারও অনলাইনে ফিরে গেলাম। পূর্বের অনলাইনে কাজের অভিজ্ঞতা দিয়ে ২০১৭ সালে শুরু করলাম অনলাইন ভিত্তিক খাঁটি মধুর বিজনেস। যা এখন "খাঁটি মধু ডটকম" নামে পরিচিত। যদিও প্রথম দিকে অন্য নাম ছিলো। যাইহোক, মধু নিয়ে দীর্ঘদিন কাজ করতে করতে নিজের নামের ও কিছুটা পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে "মধু আল-আমিন"।

আমার সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু লিখলাম। প্রয়োজন অনুসারে সামনে এডিট হতে পারে।

আমার সাথে সরাসরি যোগাযোগ করতেঃ

মধু আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
WhatsApp + IMO: 01869-663242

খাঁটি মধু ব্লগঃ https://alaminhoney.blogspot.com
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://khatimodhu.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্যঃ স্বাদ, গন্ধ, রং ও ঘনত্ব

কোন ফুলের মধু সবচেয়ে ভালো বা উপকারী? - মধু বিশেষজ্ঞ আলামিন

সুন্দরবনের মধুর বৈশিষ্ট্যঃ স্বাদ, গন্ধ, রং ও ঘনত্ব