![]() |
Honey Seller Alamin |
আচ্ছালামু আলাইকুম,
আমি মধু বিক্রেতা আলামিন। আমার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাতে। বর্তমানে এখানেই আছি। পেশাগত ভাবে আমি একজন প্যাশনোটিক মধু গবেষক এবং মধু বিক্রেতা। অনেক ছোটকাল থেকেই মধুর সাথে আমার পরিচয়। আর এই পরিচয় ঘটেছিলো আমার মায়ের কাছ থেকেই। আমার মা একটু বেশি মিষ্টি প্রিয় মানুষ। তিনার মিষ্টি প্রিয় হওয়ার কারণ ছিলো, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নাকি মিষ্টি প্রিয় মানুষ ছিলেন।
আমি মধু বিক্রেতা আলামিন। আমার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাতে। বর্তমানে এখানেই আছি। পেশাগত ভাবে আমি একজন প্যাশনোটিক মধু গবেষক এবং মধু বিক্রেতা। অনেক ছোটকাল থেকেই মধুর সাথে আমার পরিচয়। আর এই পরিচয় ঘটেছিলো আমার মায়ের কাছ থেকেই। আমার মা একটু বেশি মিষ্টি প্রিয় মানুষ। তিনার মিষ্টি প্রিয় হওয়ার কারণ ছিলো, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নাকি মিষ্টি প্রিয় মানুষ ছিলেন।
আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)।
আমার প্যাশন
দুনিয়ায় যত্ত সফল মানুষ এসেছেন এবং আছেন তাদের প্রত্যেকের একটি কমন উপদেশ আছে তা হলোঃ "তোমার প্যাশন কে খুঁজে বের করো এবং প্যাশন অনুযায়ী চলো তাহলেই তুমি সফল"
জীবনের প্রয়োজনে অনেক ধরনের কাজের সাথেই আমার পরিচয় ঘটেছে। কোনো কোনো কাজ করতে ভালো লাগতো আবার কোনো কোনো কাজ করতাম দায় সারার জন্য। এভবেই কেটে গেছে জীবনের অনেকটা সময়। একটা দীর্ঘ সময় পরে আমি উপলব্ধি করতে পারলাম যে খাঁটি মধু নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো, এটা আমার প্যাশনে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে এই প্যাশন কে ঘিরেই নানা স্বপ্ন দেখি। আজ আমার স্বপ্ন গুলোকে লিখে প্রকাশ করতে চাই না। স্বপ্নের রুপ যেদিন বাস্তবতায় ফুটে উঠবে সেদিন না হয় দেখে নিয়েন! (ইনশাআল্লাহ)
জীবনের প্রয়োজনে অনেক ধরনের কাজের সাথেই আমার পরিচয় ঘটেছে। কোনো কোনো কাজ করতে ভালো লাগতো আবার কোনো কোনো কাজ করতাম দায় সারার জন্য। এভবেই কেটে গেছে জীবনের অনেকটা সময়। একটা দীর্ঘ সময় পরে আমি উপলব্ধি করতে পারলাম যে খাঁটি মধু নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো, এটা আমার প্যাশনে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে এই প্যাশন কে ঘিরেই নানা স্বপ্ন দেখি। আজ আমার স্বপ্ন গুলোকে লিখে প্রকাশ করতে চাই না। স্বপ্নের রুপ যেদিন বাস্তবতায় ফুটে উঠবে সেদিন না হয় দেখে নিয়েন! (ইনশাআল্লাহ)
আমি যে যে কাজ করেছি
- ফটোকপি মেশিন চালিয়েছি
- গার্মেন্টস এ কাজ করেছি
- ইলেক্ট্রনিক্স এর দোকানে থেকেছি
- অনলাইনে ফ্রিলাঞ্চিং এর কাজ করেছি
- এছারাও বিভিন্ন সময়ে বিভিন্ন বিজনেস করেছি ও বিভিন্ন উদ্যোগ নিয়েছি
আমার স্টাডি লাইফ
কেনো জানি, পড়া-লিখা ছোটকাল থেকেই ভালো লাগতো না। তাই অনেক আগেই স্টাডি লাইফ শেষ করে ফেলেছি। আমার সর্বশেষ সার্টিফিকেট হচ্ছে অষ্টম শ্রেণীর। তবে এখানে আরেকটা বিস্ময়কর কথা শেয়ার না করে পারলাম না! আমি ক্লাস ৮ পাস করার পরে ক্লাস ৯ এ মোট ৪ বার ভর্তি হয়েছি। কিন্তু বিভিন্ন কারনে ম্যাট্রিক পাস টা আর করতে পারলাম না (আমি কি তাহলে খারাপ স্টুডেন্ট ছিলাম? নাহ! ক্লাস ১ থেকে ৫ পর্যন্ত তো বেস্ট স্টুডেন্টই ছিলাম :D)। যাইহোক, আল্লাহর নামে অবশেষে পড়ালিখার ইতি টেনে দিয়েছি।
Comments
Post a Comment