লিচু ফুলের মধু | Litchi Honey

পুষ্টিগুণে অতুলনীয় সুস্বাদু লিচু ফুলের মধু। এই মধুতে আছে অন্যান্য ফুলের মধুর তুলনায় একটু বেশি স্বাদ গন্ধ। যদিও কালোজিরা ফুলের মধু সবচেয়ে বেশি গুণসম্পন্ন। তবে স্বাদ আর রঙে লিচু ফুলের মধুই সেরা।
অবশ্যই পড়ুনঃ খাঁটি মধু চেনার ১০০% কার্যকরী উপায় জেনে নিন ২ জন বিশেষজ্ঞ এর কাছ থেকে
আল-কোরআন ও হাদিসে মধুর উপকারিতা
"মধুতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার" (সূরাঃ আন-নাহল আয়াতঃ ৬৯)আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। (আধুনিক প্রকাশনী-৫১৮৯, ইসলামিক ফাউন্ডেশন-৫০৮৫)
বিঃদ্রঃ লিচু ফুলের মধু কিনতে ও মধু সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে যোগাযোগ করুনঃ
- মধু বিক্রেতা আলামিন
- Founder & CEO, খাঁটি মধু ডটকম
- 01869-663242 / 01728-338765
- https://khatimodhu.com/
- https://www.facebook.com/AlaminHoneyBD
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন